Suprokash
Suprokash
June 11, 2025 at 03:32 PM
সুপ্রকাশ অঞ্চলচর্চা গ্রন্থমালা ৩ ..............……………………………… পথ মিশে যায় মিশনবাড়ি (নদীয়া জেলার খ্রিস্টমেলা) সমরেন্দ্র মণ্ডল নানা দিকের পথ। গ্রাম বা শহরে। সব পথের ঠিকানাই তো মিশন মাঠ। সে কৃষ্ণনগরই হোক, কী রানাঘাট, চাপড়া কিংবা বল্লভপুর। আসলে একই মেলার নানারূপ। কানে আসে হ্যামলিনের বাঁশি। সেই বাঁশির সুরে উজান বেয়ে ছুটে যায় মানুষ। ঠিকানা তার মিশনবাড়ি। মেলাই তার জীবনপুর। সে শোনে জীবনপুরের বাঁশি। বড়দিন আর কেবলমাত্র যিশুর জন্মোৎসব হয়ে থাকে না, হয়ে যায় মহামিলনের উৎসব। প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী মুদ্রিত মূল্য : ১৫০ টাকা সুপ্রকাশ
Image from Suprokash: সুপ্রকাশ অঞ্চলচর্চা গ্রন্থমালা ৩ ..............……………………………… পথ মিশে যা...
❤️ 1

Comments