
Jamaat Dhaka City South
May 26, 2025 at 12:31 PM
*ডিআরইউ'র প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শুভেচ্ছা*
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার (২৬) মে দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মহানগরীর নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এসময় নেতৃবৃন্দ ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকনের হাতে শুভেচছা ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানান এবং উপস্থিত ডিআরইউ’র নেতৃবৃন্দ ও সদস্যদের জামায়াত নেতৃবৃন্দ মিষ্টিমুখ করান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি দেলাওয়ার হোসেন, প্রচার ও মিডিয়া বিভাগের সহকারি সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।

❤️
❤
⚽
23