
MBFT : Mohun Bagan
June 19, 2025 at 03:15 PM
অবশেষে সবুজ তোতার দেশের রবসন মোহনবাগানে। সকাল থেকে বিভিন্ন বিশ্বাসযোগ্য মিডিয়ার করা খবরের এর মাধ্যমে কার্যত সীলমোহর পরল MBFT এর 29 সে এপ্রিল দেওয়া breaking এ । বিগত বছরের ডিসেম্বর মাস থেকেই MBFT Robson Robinho এর মোহনবাগানে আসা নিয়ে বিভিন্ন hint দিয়ে যাচ্ছিল। যে সকল সমর্থকেরা আমাদের follow করেন তারা এটা ভালো জানবেন।
Robson ডিল নিয়ে বিস্তারিত আলোচনা করতে ও tactical analysis শুনতে এবং Transfer Market এর আরো আরো অনেক authentic খবর পেতে যোগ দিন MBFT এর Telegram Voice Call এ তে। আজ রাত ঠিক 9 টায়। থাকবে MBFT এর পরিচিত মুখেরা। তাহলে আড্ডায় দেখা হচ্ছে।
*Telegram group link*: https://t.me/MBFT89

❤️
5