Al-Huda wa An-Noor
Al-Huda wa An-Noor
June 13, 2025 at 08:00 AM
*প্রচলিত ভুল* _একটি ভিত্তিহীন দুআ ॥ খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার দুআ_ আল্লাহুম্মা হানীয়াম মারীয়া ) اَللّٰهُمَّ هَنِيْئًا مَرِيْئًا( কোনো কোনো মানুষকে উপরোক্ত বাক্যটিকে খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার দুআ হিসেবে বলতে শোনা যায়। আবার কোনো কোনো মহিলাকে বলতে শোনা যায়- এটি তরকারি চাখার দুআ। এখন উপরোক্ত বাক্যটিকে যে বিষয়ের দুআই বলা হোক- এর কোনো ভিত্তি নেই। এটি একেবারেই মনগড়া একটি কথা। এ দুআটি যে ভিত্তিহীন তা আরেকটি বিষয় থেকেও বোঝা যায়। তা হল- ‘খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া সুন্নত’- এ কথাটিও আমাদের সমাজে অনেকের মাঝে প্রসিদ্ধ আছে আবার একেন্দ্রিক সমাজে কিছু জাল হাদীসও প্রচারিত আছে; যেমন- ‘যে ব্যক্তি খাবারের আগে ও পরে লবণ খায়, সে তিন শ ষাটটি রোগ থেকে নিরাপদ থাকে। তার মধ্যে সর্বনিম্ন হল কুষ্ঠ ও ধবল।’ হাফেয সুয়ূতী রাহ. এবং ইবনে ইরাক রাহ. এ বর্ণনাকে জাল বলেছেন। (দ্র. যাইলুল লাআলিল মানসূআহ ১৪২; তানযীহুশ শারীআহ ২/২৬৬) খাওয়ার শুরু-শেষে লবণ খাওয়ার আরো কিছু বর্ণনা সমাজে প্রচলিত আছে; যার সবগুলোই জাল ও ভিত্তিহীন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখা যেতে পারে- ‘এসব হাদীস নয়’, খণ্ড : ১, পৃষ্ঠা : ১২৮-১২৯। এখন ভেবে দেখুন, খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার বর্ণনাই যেখানে জাল ও বানোয়াট; তাহলে লবণ মুখে দেওয়ার দুআ কোন্ পর্যায়ের বানোয়াট কথা! By মাসিক আলকাউসার https://alhudawaannoor.blogspot.com
❤️ 4

Comments