Al-Huda wa An-Noor
Al-Huda wa An-Noor
June 14, 2025 at 05:31 AM
কত যুবক সুন্দরী নারীর রূপের মায়ায় বিমোহিত হয়ে চিন্তাভাবনা না করেই বিয়ে করে ফেলেছে; কিন্তু বিয়ের পর প্রতিনিয়ত তার খেসারত দিয়ে চলেছে তার ইয়ত্তা নেই। এ জন্যই রাসুল ﷺ দ্বীনদার মেয়ে বিয়ে করার প্রতি তাগিদ দিয়েছেন। কারণ, দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত নারীকে শয়তান খুব সহজেই ফাঁদ হিসেবে ব্যবহার করতে পারে। ঝুঁকি আরও বেড়ে যায়, যদি দ্বীনমুক্ত সেই নারী সুন্দরী হয়। সৌন্দর্যের সাথে সম্পদ থাকলে তো কথাই নেই! তাই নেককার মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করো! . - উস্তাদ হাসসান শামসি #biye Telegram : https://t.me/AlHudawaAnNoor
❤️ 4

Comments