
Al-Huda wa An-Noor
June 14, 2025 at 05:14 PM
একটি ভুল মাসআলা ॥ নামাযে বিলম্ব করা
কোথাও কোথাও দেখা যায় যে, ফরয নামাযের সময় হয়ে যাওয়ার পরও মহিলারা নামায আদায় করতে দেরি করেন। কারণ, পুরুষরা এখনো মসজিদ থেকে নামায পড়ে ফিরে আসেনি বা মসজিদের জামাত শেষ হয়নি। তাদের ধারণা, পুরুষের নামায শেষ হওয়ার পর মহিলাদের নামযের সময় হয়। যেন এটি শরীয়তের একটি মাসআলা। এ বিষয়টি ঠিক নয়। পুরুষ যেমন নামাযের সময় হওয়ামাত্র নামায পড়তে পারে তেমনি মহিলারাও পড়তে পারবে। পুরুষরা মসজিদ থেকে ফিরেনি এই অজুহাতে নামাযের মুস্তাহাব সময় শেষ হতে দেওয়া মোটেই ঠিক নয়।
জুমার দিনের ব্যাপারেও একই কথা। অর্থাৎ সেদিন মহিলাদের জোহরের নামায পড়ার জন্য পুরুষদের জুমা পড়ে ফিরে আসার অপেক্ষায় থাকতে হবে না। সময় হওয়ার পর মহিলারা নামায আদায় করতে পারবেন।
-আবু আব্দুর রশীদ
একটি ভুল মাসআলা ॥ নামাযে বিলম্ব করা
By মাসিক আলকাউসার
https://alhudawaannoor.blogspot.com
❤️
3