
All Job Bd
June 11, 2025 at 02:38 PM
মায়ের স্বপ্ন ছিল ছেলেকে উচ্চশিক্ষিত বানাবে। তাই নিজের সর্বোচ্চ উৎসর্গ করে ছেলেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করান। পরে অতি কষ্টে টাকা সংগ্রহ করে বিদেশে পাঠান উচ্চশিক্ষিত করতে।
অবশেষে ছেলে এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। এরপর দেশে আসলে ছেলেকে একজন এডভোকেট নারীর সাথে বিয়ে করায় মা। কত সুখী পরিবার, তাই না?
কিন্তু গতকাল ছেলে ও বউ মিলে সেই মাকে বৃ /দ্ধা /শ্র /মে পাঠিয়েছে। এটাই নাকি এই ঈদে তার জন্য সারপ্রাইজ।

😢
3