
All Job Bd
87 subscribers
About All Job Bd
প্রতিদিন নিত্য নতুন সার্কুলার পেতে জয়েন করুন আমাদের পেজ এ ❤️❤️
Similar Channels
Swipe to see more
Posts

মায়ের স্বপ্ন ছিল ছেলেকে উচ্চশিক্ষিত বানাবে। তাই নিজের সর্বোচ্চ উৎসর্গ করে ছেলেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করান। পরে অতি কষ্টে টাকা সংগ্রহ করে বিদেশে পাঠান উচ্চশিক্ষিত করতে। অবশেষে ছেলে এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। এরপর দেশে আসলে ছেলেকে একজন এডভোকেট নারীর সাথে বিয়ে করায় মা। কত সুখী পরিবার, তাই না? কিন্তু গতকাল ছেলে ও বউ মিলে সেই মাকে বৃ /দ্ধা /শ্র /মে পাঠিয়েছে। এটাই নাকি এই ঈদে তার জন্য সারপ্রাইজ।


মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা—এই দুইটি শব্দ যেন ছায়ার মতো অনুসরণ করে। কেউ একজন যখন স্বপ্ন দেখে, তখন কিছু মানুষ তাকে উৎসাহ দেয়, আর কিছু মানুষ চুপচাপ বসে থাকে—তার হারের অপেক্ষায়। তারা চায় না তুমি এগিয়ে যাও। তারা অপেক্ষা করে—কবে তুমি হোঁচট খাবে, কবে তুমি হেরে যাবে। এই রকম পরিস্থিতিতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস রাখা। যারা তোমার ব্যর্থতা কামনা করে, তারা হয়তো তোমার আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে, কিন্তু তারা কখনো তোমার পরিশ্রমকে ন*ষ্ট করতে পারে না—যদি তুমি সত্যিই জিততে চাও। "জিতে দেখাও তাদের, যারা তোমার হারের অপেক্ষায় আছে"—এই বাক্যটি শুধু একটি চ্যালেঞ্জ নয়, এটি এক ধরনের প্রতিজ্ঞা। এটা সেই মানুষের মুখের উত্তর, যে মুখের হাসির আড়ালে তোমার পতনের স্বপ্ন দেখে। এটা সেই আত্মার জোর, যে প্রতিদিন ক*ষ্ট করে, অভাব-অনটনের মধ্যে থেকেও স্বপ্ন দেখে সফল হওয়ার। জীবনের প্রতিটি পর্যায়ে এমন মানুষ থাকবে যারা বিশ্বাস করবে তুমি পারবে না। কিন্তু মনে রাখতে হবে, তুমি জিতলেই তাদের সব সন্দেহ, অবিশ্বাস আর অহংকার ভে'ঙে যাবে। তাই চুপচাপ লড়াই করে যাও, মন দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। সময় আসবে, তুমি জয়ী হবে—তাদের সামনে দাঁড়িয়ে বলবে, “আমি হেরেও হার মানিনি, কারণ আমার বিশ্বাস ছিল আমি পারবো।” অতএব, প্রতিকূলতাকে ভয় না করে, বিদ্বেষীদেরকে উত্তর দিতে হয় কাজ দিয়ে, সাফল্য দিয়ে। কারণ সবচেয়ে বড় প্রতি*শোধ হলো—তোমার সাফল্য। #জীবন_চক্র


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১৩-২০তম গ্রেডের চারটি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা।


তাড়াহুড়ো করবেন না! ভালো সময়টা একটু দেরি করেই আসে, খা'রাপ সময়টা ধৈর্য ধরে কাঁটিয়ে দিন।

BEXIMCO LPG IS HIRING !!! Please check the details below and email your complete resume along with a cover letter to: [email protected]


🎓 ডিগ্রি না অর্নাস – পার্থক্য শুধু নামে! আজকাল অনেকেই ভাবে, "আমি তো ডিগ্রি পড়ি, আমার দিয়ে কিছু হবে না…" এই ভাবনাটা একেবারেই ভুল। 👉 ডিগ্রি আর অনার্স – পার্থক্য কেবল এক টুকরো কাগজে। আসল পার্থক্য হয় ইচ্ছা শক্তি আর মনোবলে। যদি তোমার লক্ষ্য পরিষ্কার থাকে, আর চেষ্টা করতে না ভুলো— তোমার রেজাল্ট, সাবজেক্ট বা ভার্সন কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। > 🏆 শেখ তৌহিদুল কবীর – ৪১তম বিসিএস, প্রশাসন ক্যাডার। শুরু করেছিলেন ডিগ্রি কোর্স দিয়ে। কিন্তু থেমে থাকেননি। প্রমাণ করে দিয়েছেন—স্বপ্ন পূরণে জেদটাই আসল! তাই তুমি যেখান থেকেই শুরু করো না কেন— শেষটা যেন গর্বের হয়, সেটাই গুরুত্বপূর্ণ। 💪
