All Job Bd
All Job Bd
June 12, 2025 at 07:30 AM
মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা—এই দুইটি শব্দ যেন ছায়ার মতো অনুসরণ করে। কেউ একজন যখন স্বপ্ন দেখে, তখন কিছু মানুষ তাকে উৎসাহ দেয়, আর কিছু মানুষ চুপচাপ বসে থাকে—তার হারের অপেক্ষায়। তারা চায় না তুমি এগিয়ে যাও। তারা অপেক্ষা করে—কবে তুমি হোঁচট খাবে, কবে তুমি হেরে যাবে। এই রকম পরিস্থিতিতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস রাখা। যারা তোমার ব্যর্থতা কামনা করে, তারা হয়তো তোমার আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে, কিন্তু তারা কখনো তোমার পরিশ্রমকে ন*ষ্ট করতে পারে না—যদি তুমি সত্যিই জিততে চাও। "জিতে দেখাও তাদের, যারা তোমার হারের অপেক্ষায় আছে"—এই বাক্যটি শুধু একটি চ্যালেঞ্জ নয়, এটি এক ধরনের প্রতিজ্ঞা। এটা সেই মানুষের মুখের উত্তর, যে মুখের হাসির আড়ালে তোমার পতনের স্বপ্ন দেখে। এটা সেই আত্মার জোর, যে প্রতিদিন ক*ষ্ট করে, অভাব-অনটনের মধ্যে থেকেও স্বপ্ন দেখে সফল হওয়ার। জীবনের প্রতিটি পর্যায়ে এমন মানুষ থাকবে যারা বিশ্বাস করবে তুমি পারবে না। কিন্তু মনে রাখতে হবে, তুমি জিতলেই তাদের সব সন্দেহ, অবিশ্বাস আর অহংকার ভে'ঙে যাবে। তাই চুপচাপ লড়াই করে যাও, মন দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। সময় আসবে, তুমি জয়ী হবে—তাদের সামনে দাঁড়িয়ে বলবে, “আমি হেরেও হার মানিনি, কারণ আমার বিশ্বাস ছিল আমি পারবো।” অতএব, প্রতিকূলতাকে ভয় না করে, বিদ্বেষীদেরকে উত্তর দিতে হয় কাজ দিয়ে, সাফল্য দিয়ে। কারণ সবচেয়ে বড় প্রতি*শোধ হলো—তোমার সাফল্য। #জীবন_চক্র
Image from All Job Bd: মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা—এই দুইটি শব্দ যেন ছায়ার মতো অনুসরণ করে...

Comments