Marxbadi Path
Marxbadi Path
May 28, 2025 at 03:23 AM
"দর্শনগতভাবে শিক্ষার মূল্য যে স্রেফ কোনও উপকরণের মূল্যের সমান নয়, বা কেবল রোজগারের প্রাগায়োজন নয়, শিক্ষার অন্তর্নিহিত মূল্য যে আসলে জীবনদৃষ্টি তৈরিতে সহায়ক – এ কেবল শিক্ষাবিদ বা শিক্ষা দর্শন নিয়ে চর্চায় থাকা বিদগ্ধ মানুষেরই দাবি নয়। এই দাবি, এই উপলব্ধি, বোধ করি, সবচেয়ে জৈবিক হয়ে ওঠে অক্ষরজ্ঞানবঞ্চিত শ্রমজীবী মানুষের সংলাপে। সেজন্যই পেটের দায়ের বাস্তবতার সীমা পেরিয়েও তাঁরা যেতে চান সাক্ষরতা কেন্দ্রে।" লিখছেন, উর্বা চৌধুরী। 🔗 প্রথম পর্ব পড়ুন এই লিঙ্কে: https://marxbadipath.org/article/Women-in-Dialogue-Part-I/609 (আগামীকাল দ্বিতীয় পর্ব) মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।
Image from Marxbadi Path: "দর্শনগতভাবে শিক্ষার মূল্য যে স্রেফ কোনও উপকরণের মূল্যের সমান নয়, বা ক...
❤️ 👍 7

Comments