
Marxbadi Path
June 1, 2025 at 04:34 AM
"বোম্বে পৌঁছে আমি তিলকের শবযাত্রায় পা মিলিয়ে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকতে পারলাম। তবুও আমি আমার নিজের জীবনের উন্মুখতা, অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারছিলাম না। সর্দার গৃহ থেকে ফ্যামিলি লাইন্স খুবই কাছে। এই ফ্যামিলি লাইন্সেই আমি বোম্বে থাকাকালীন অতটা সময় কাটিয়েছিলাম। আর সর্দার গৃহ থেকে শবযাত্রা শুরু হল। আমার ট্রেন থেকে প্রথম আক্কার কাছে গিয়ে পুণে থেকে জমিয়ে আনা পয়সা আর স্কুল শংসাপত্র জমা করে দেওয়াটাই ছিল সমীচীন। কিন্তু এটুকু করা আমার ধকে কুলালো না।" লিখছেন, আর বি মোরে।
*এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-১২)*
🔗 পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/Memoir-of-a-Dalit-communist-part-xii/613
মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

❤️
👍
6