
Marxbadi Path
June 5, 2025 at 03:51 AM
"এই সমস্ত বাধার বিপরীতেই পশ্চিম আফ্রিকায় শুরু হওয়া উপনিবেশবাদ থেকে মুক্তির প্রক্রিয়া গোটা আফ্রিকা মহাদেশেই বিপুল উৎসাহী সমর্থন পেয়েছে। সমস্ত আফ্রিকা জুড়ে হাজারো মানুষ প্রতিবাদ সমাবেশ করেছে ইব্রাহিম ত্রাওরের সমর্থনে। বুরকিনা ফাসো থেকে সাম্রাজ্যবাদীদের হাত গোটানোর আহ্বান তারা জানিয়েছে। যে আদর্শের জন্য প্যাট্রিক লুমুম্বা, অ্যামিলকার ক্যাব্রাল, এদুয়ার্দো মন্ডলেন এবং থমাস সাঙ্কারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন; যে কারণে কোয়ামে এনক্রুমা ও জুলিয়াস নিয়েরেরে সারাটা জীবন সংগ্রাম করেছেন, সেই আদর্শ আফ্রিকার মানুষের মধ্যে গভীরভাবে অনুরণিত হচ্ছে।" লিখছেন, প্রভাত পট্টনায়েক।
🔗 পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/Neocolonialism-in-West-Africa/614
মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

❤️
👍
7