
M.I.Hridoy
June 17, 2025 at 05:02 PM
তারপর একদিন, মুছে ফেলেছি তোমার দেয়া ডাকনাম
ভুলতে চেয়েছি কোন কথাটা তোমার বড্ড প্রিয়;
হাসিতে লাজুক লাল।
অজানা কোন এক অশান্তি মনের মধ্যে বড় হচ্ছে দিনের পর দিন অযত্ন, অবহেলায়
দিব্যি খোঁজ ছাড়া খুশীতে মুখ লুকাই আঁধারে।
আমি ভুলে গেছি নিজেকে,
সবটুকু ভেঙে নিঃশব্দে মনের কাছাকাছি।