
Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka
May 28, 2025 at 04:50 AM
...ধ্যানজপ নিত্য নিয়মিতভাবে করলে তাতে মন শুদ্ধ হয় এবং সে—ভাব হৃদয়ে পাকা হয়ে যায়। নিত্য নিরন্তর অভ্যাস করা চাই । গীতাতে ভগবান বলেছেন—'অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে।' ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে নিত্য ডেকে যা ; দেখবি যে, সেই ব্রহ্মশক্তি, কুলকুণ্ডলিনী জেগে উঠবেন, ব্রহ্মানন্দের রাস্তা খুলে দেবেন। সেই ব্রহ্মময়ী মা প্রসন্না হলেই সব হলো। চণ্ডীতে আছে-'সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে।' সেই তিনিই প্রসন্না হয়ে মানবগণের মুক্তির জন্য বর প্রদান করেন। তিনি দু-হাত বাড়িয়ে আছেন দেবার জন্য ; কিন্তু নিচ্ছে কে ? তাঁর কাছে একটু কাতরপ্রাণে চাইলেই তিনি সব দিয়ে দেন—ভক্তি, মুক্তি সব।
---শিবানন্দ-বাণী

🙏
3