
Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka
June 8, 2025 at 06:01 AM
একদিন কথায় কথায় তিনি [শ্রীশ্রীমা] বললেন : “আমার সন্তানদের আর জন্ম হবে না। তোমারও আর জন্ম হবে না, এজন্মই তোমার শেষ জন্ম।” শুনে আমি কিছুই বলতে পারিনি, কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও ছিলোনা আমার মুখে। শুধু চোখের কোল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। নীচে নেমে আসার সময় দেখলাম, সিঁড়ির মুখে শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন। আমার চোখে তাঁর চোখ— সে চোখে রয়েছে কৌতুকের হাসি। মহারাজ বললেন, “কি হে, ষোলআনা কাজ গুছিয়ে নিলে! যাঁর কাছ থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কৃপা পাবার জন্য দিনরাত কত তপস্যা করছে, আর তুমি কি না তাঁর একটু-আধটু কাজ করে আসল কাজটি হাসিল করে নিলে। যাও, আর ভাবনা কী? এখন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও।” আমি আর কি বলবো! আনন্দে আহ্লাদে আমি তখনও নির্বাক। শুধু চোখ জলে ভেসে যাচ্ছে।
- চন্দ্রমোহন দত্ত (শ্রীশ্রীমায়ের পদপ্রান্তে - ১ খণ্ড, পৃ. ১২০)
![Image from Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka: একদিন কথায় কথায় তিনি [শ্রীশ্রীমা] বললেন : “আমার সন্তানদের আর জন্ম হবে ...](https://cdn2.wapeek.io/2025/06/20/05/ekdin-kthay-kthay-tini-sreesreema-bllen-amar-sntander-ar-jnm-hbe-na-tomaroo-ar-jnm-hbe-na-ejnmi-tomar-sesh-jnm-sune-ami-kichui-blte-parini-krritjngta-prkaser-vashaoo-chilona-amar-mukhe-sudhu-cokher-ko_f1b1b56df98ee69423a9cf939b27cf20.webp)
❤️
🙏
4