Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka
Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka
June 9, 2025 at 07:31 AM
কেউ সঙ্গীত বিদ্যা অভ্যাস করে সঙ্গীতজ্ঞ হয়। কেউ বা দৈহিক ব্যায়াম করে বলবান হয়। তেমনি ভগবানের জন্য সাধনা করলে ভগবান লাভ হয়। সমস্ত সাধনার মধ্যে ঈশ্বর লাভ করবার সাধনাই শ্রেষ্ঠ সাধনা। 'ভগবান লাভ' যদি উদ্দেশ্য হয়, তবে লক্ষ্যে পৌঁছতে হলে সাধনা ছাড়া উপায় নেই। সাধনা না করলে আধ্যাত্মিক শক্তি পাওয়া যায় না। দিনের পর দিন সাধনা করতে করতে সাধক ভগবানের মত শুদ্ধ, তাঁর মত পবিত্র হয়ে যায়, এবং সাধকের মধ্যে ভগবৎ-সত্তা প্রকাশ পায়। #অমৃতকথা #স্বামী ভূতেশানন্দ
Image from Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka: কেউ সঙ্গীত বিদ্যা অভ্যাস করে সঙ্গীতজ্ঞ হয়। কেউ বা দৈহিক ব্যায়াম করে ...
🙏 8

Comments