Almirsad বাংলা
Almirsad বাংলা
June 10, 2025 at 11:02 AM
https://almirsadbd.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4/ *কাবুলে খারিজিদের আত্মঘাতী জ্যাকেট তৈরির কেন্দ্র গুড়িয়ে দেওয়া হয়েছে* আল মিরসাদ নিউজ ডেস্ক গতকাল সন্ধ্যার সময় কাবুলের ১৫ নম্বর নিরাপত্তা জোনে দাঈশ সদস্যদের এক গোপন ঘাঁটির ওপর চালানো অভিযানে দুই দাঈশ সদস্য নিহত হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে। আল মিরসাদকে দেওয়া সূত্রের ভাষ্যমতে, এই অভিযান ১৩ই জিলহজ (৯ই জুন) তারিখে ১৫ নং নিরাপত্তা জোনের কসবা এলাকায় ঐ গোপন ঘাঁটির ওপর চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দাঈশ খারিজিরা সেখানে মাইন ও আত্মঘাতী জ্যাকেট প্রস্তুত করত। সূত্রমতে, অভিযানের ফলে দুই দাঈশ সদস্য নিহত হয়েছে এবং অস্ত্রশস্ত্র ও একটি করোলা গাড়ির পাশাপাশি বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, আত্মঘাতী জ্যাকেট, পটকা, রিমোট ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সূত্র আরও জানিয়েছে, দাঈশ সদস্যরা এই কেন্দ্রে প্রস্তুতকৃত মাইন ও জ্যাকেট অন্যান্য স্থানে স্থানান্তর করত এবং পরে এগুলো ধ্বংসাত্মক কার্যকলাপে ব্যবহার করত।
❤️ 6

Comments