
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
June 7, 2025 at 12:39 AM
“ঈদুল আজহার সুন্নতসমূহ”
১. গোসল করা;
২. সুগন্ধি ব্যবহার করা;
৩. উত্তম পোষাক পরা;
৪. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা;
৫. কুরবানীর গোশত দ্বারা দিনের খাবার শুরু করা;
৬. উচ্চস্বরে তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া;
৭. ঈদের সালাত আদায় করা ও খুতবা শোনা;
৮. ঈদুল আযহার সালাত শেষে কুরবানী করা;
৯. পরস্পরে সাক্ষাতে ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে শুভেচ্ছা বিনিময় করা।
রেফারেন্স:- ১. ইবনু মাজাহ- ১৩১৫, ২. মুসলিম - ১১১৭, ৩. বুখারী- ১১০৬, ৪. বুখারী - ৯৪৩, ৫. ইবনু হিব্বান- ২৮১৪, ৬. মুসান্নাব ইবনু আবী সায়বা- ৫৬৬৭, ৭. বুখারী - ২০১৮, ৮. বুখারী - ২৫৬, ৯. বায়হাকি- ৩/৩১৯
সতর্কতাঃ ঈদের আনন্দের জন্য তাকবিরে তাশরিক যেন মিস না হয়। ৯ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চৈঃস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে।
ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা কবিরা গুনাহ! অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে ইস্তিগফার করবে। এর কোনো কাযা নেই।

❤️
1