
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
June 7, 2025 at 10:21 AM
অনেকেই শুরুর দিকে বলেছিল, বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদের খতিব হওয়া উচিত সুন্দর কণ্ঠস্বর আর লাবন্যময় চেহারা-সূরতওয়ালা সুঠাম দেহের কেউ। কিন্তু তারা ভুলে গেছিল, আসলে খতিব হবার মূল যোগ্যতা এগুলো না, বরং মূল যোগ্যতা হলো, সঠিক বিষয়ে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কথাটা বলতে পারা৷
মাওলানা আবদুল মালেক সাহেব বারবার প্রমাণ করছেন যে, তিনি জাতীয় মসজিদের খতিব হবার যোগ্য ব্যক্তিত্ব। বারাকাল্লাহু ফী হায়াতিহী। এদেশে বহু সুঠাম দেহের মিষ্টি কণ্ঠের বহু বক্তাকে আমরা দেখেছি। স্টেজ মাতানো ও শ্রোতাদের মনোরঞ্জন করা ছাড়া তাদের আর কোন যোগ্যতা নেই।
.
— আব্দুল্লাহ আল মাসউদ (হাফি.)
❤️
1