𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
June 8, 2025 at 12:49 AM
আক্ষেপ ও হজ্জের সওয়াব মক্কায় গিয়ে হজ্জ করতে না পারার আক্ষেপ নিয়ে এক ভাই এসে আমাকে বলতেছিল— আল্লাহ সবাইকে কেন হজ্জের মতো এতো ফজিলতপূর্ণ ইবাদাতের সৌভাগ্য দেন না? উত্তরে বলেছিলাম— — দেখো ভাই! আল্লাহ যাকে ইচ্ছা, তাকে এই ইবাদত করার সামর্থ্য ও সৌভাগ্য দান করেন। তুমি আমি আল্লাহর নিকট দু'আ করতে পারি, হয়তো একসময় তিঁনি আমাদের দু'আ কবুল করতে পারেন, ইনশাআল্লাহ্। তবে রাসূল (ﷺ) আমাদের এমন একটি আমল শিখিয়েছেন, যে আমলটি প্রতিদিন করলে– আমরা প্রতিদিনই একটি পূর্ণ হজ্জ ও একটি পূর্ণ উমরার সওয়াব পাবো, সুবহানাল্লাহ্। সে আমলটি হলো– “ফজরের সালাত জামাআতে আদায় করে, তারপর সূর্য উঠা পর্যন্ত বসে বসে আল্লাহ তা’আলার যিকির করা, এবং তারপর দুই রাকাআত নফল সালাত আদায় করা।” (সুনান আত-তিরমিজি : ৫৮৬) আল্লাহ হয়তো আমাদের মক্কায় গিয়ে হজ্জ-উমরাহ করার সামর্থ্য দান করেননি, কিন্তু তিঁনি আমাদের জন্যও হজ্জ-উমরার পূর্ণ সওয়াব পাওয়ার সুযোগ করে দিয়েছেন। অথচ, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা বেশিরভাগ মুসলিমই এমন ফজিলতপূর্ণ আমলটি করি না! লেখা : মাহমুদুল হাছান
❤️ 1

Comments