𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
June 12, 2025 at 08:19 AM
*মুমিন মুমিনের অঙ্গ* > হাসান বসরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, “ একজন মুমিন আরেকজন মুমিনের অঙ্গ; একজনের কাছে আরেকজনের প্রয়োজন রয়েছে, একজনের কাছে আরেকজনের আশ্রয় রয়েছে। তাদের একজনের আনন্দে অপরজন আনন্দিত হয়, একজনের দুঃখে অপরজন দুঃখিত হয়। একজন মুমিন তার অপর ভাইয়ের আয়না। সে যখন তাকে এমন কাজ করতে দেখে যা তার মনঃপূত নয় বা যথার্থ নয় তখন তাকে সরল পথ দেখায়, যথাযথ পরমার্শ দেয় এবং সঠিক দিক-নির্দেশনা দেয়। গোপনে ও প্রকাশ্যে একে-অপরের ভালোমন্দের খেয়াল রাখে। নিশ্চয় তোমার বন্ধুর কাছে তোমার অধিকার রয়েছে, তোমার এই অধিকারও রয়েছে যে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে স্মরণ করবে। তাই খুব ভালো করে যাচাই-বাছাই করে বন্ধু-বান্ধব, সঙ্গীসাথি নির্বাচন করবে।” _মুমিনের পাথেয় ; ইমাম আব্দুল্লাহ ইবনে মোবারক রহ._
👍 2

Comments