𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
June 17, 2025 at 09:46 AM
দুইটি ভয়ংকর গুনাহ--- কুধারণা এবং অপবাদ: সম্ভবত এই দুই গুনাহের শাস্তি আল্লাহ তা'আলা দুনিয়ায় খুব দ্রুত দিয়ে দেন। নিজের চোখে দেখা বেশ কিছু ঘটনা আছে। ১. একবার তিনদিনের জামাত থেকে ফেরত আসা দুই কিশোর কে দেখলাম আসরের নামাজের পর ইমাম কে বলছে তাবলিগ করা ফরজ, কিন্তু ইমাম সাহেব যেহেতু যান না, তাই তিনি ফরজ তরকের গুনাহ করছেন। ইমাম শুধু তাদের বললেন আরেকটু পড়াশোনা করতে। এক মাস ও মনে হয় যায়নি এরপর তাদের নামাজের ধারেকাছেও দেখিনি। ২. এক বড় ভাই ভিন্ন মানহাজের হওয়ায় ফেসবুক এক সেলিব্রিটি মন্তব্য করেছিল তিনি মসজিদে নামাজ পড়েন না, জুমাও পড়েন না। অথচ জলজ্যান্ত মিথ্যা। আমি নিজেই ওই ভাই এর সাথে মসজিদে আসর মাগরিব পড়েছি। মসজিদের ইমামের পিছনে। যতটা জানি তিনি জুমাও পড়েন। ওই সেলিব্রিটি সম্পর্কে পরে জানা গেল ফ্রড। ৩. জাকির নায়েক হাফিযাহুল্লাহর ভুলত্রুটি নিয়ে অনেকে ইনসাফপূর্ণ আলোচনা করেছেন, কেউ কেউ তাকে ই হু দি দের দালাল বলেছেন। দ্বিতীয় পক্ষের অনেক কে জনসম্মুখে বেইজ্জত হতে দেখেছি। অথচ তারা যোগ্যতা সম্পন্ন আলিমের কাতারে থাকতে পারতেন। ৪. এক ভাই লাগাতার ৫-৬ মাস তাহাজ্জুদ জিকরের আমল করতেন। একজনের সম্পর্কে অহেতুক গীবত করে এখন তার মাঝে মধ্যে ফরজ ওয়াজিব ও ছুটে যেতে দেখি। ৫. আকিদা মানহাজ নিয়ে খুব কড়াকড়ি এক ভাই কে দেখতাম প্রায় ই বিপরীত মত কে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতে। আল্লাহ তা'আলা তাকেও বাজেভাবে বেইজ্জত করলেন। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার আপনার আমলের ধারাবাহিকতায় হঠাৎ ছেদ পড়লে একটু আত্মসমালোচনার দরকার আমি আসলে এমন কোন গুনাহে লিপ্ত কিনা। আমাদের তাড়াহুড়ার জন্য মুসলিম ভাই এর সাথে ব্যবহার কু ফ ফা র থেকে ও বাজে হয়। এজন্য যে কোন ট্যাগ ব্যবহার করতে দেরি করিনা। আমি খুব আমলি কেউ না। বেশিরভাগ সময় অনলাইনে কাটে। আমার পক্ষ থেকে কেউ এমন কুধারণা বা অপবাদের স্বীকার হলে ইনবক্সে বলতে পারেন। অবশ্যই ক্ষমা চেয়ে নিব। উপরের কথা গুলো আল্লাহ তা'আলা আমাকে আগে আমলের তৌফিক দান করুন আমিন। ~ ইশতিয়াক আহমেদ তুষার নিজের জন্য রিমাইন্ডার 💔
👍 🤲 3

Comments