𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
𝑺𝒊𝒓𝒂𝒕 𝑨𝒍-𝑴𝒖𝒔𝒕𝒂𝒒𝒊𝒎
June 19, 2025 at 06:11 AM
> 'খুবই আশ্চর্যের ব্যাপার হলো, যখন আমরা দুনিয়ার সম্পদ অর্জন করতে চাই, তখন ক্ষেত করি, চারা রোপণ করি, ব্যবসা করি, সমুদ্রপথ, স্থলপথ পাড়ি দিয়ে দূর-দূরান্তে সফর করি, বিপদের ঝুঁকি নিই...এভাবে রিজিক অনুসন্ধানের জন্য সর্বোচ্চ চেষ্টা-মেহনত করি। > "আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে" বলে কেউ ভরসা করে বসে থাকি না। অতঃপর যখন আমরা আখিরাতের চিরস্থায়ী ঠিকানার প্রত্যাশা করি, তখন তার জন্য কোনো আমল ও চেষ্টা-মেহনত না করে এতটুকু বলে তৃপ্ত হয়ে যাই, "আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ওপর রহমত বর্ষণ করুন!" - ইমাম গাজালি, ইহইয়াউ উলুমিদ্দিন
❤️ 👍 🤲 3

Comments